আকাশ বললেই তুমি বিশালতা বুঝে নাও,
ঢেউ বললে সাগর!
পাখি বললে তুমি স্বাধীনতা বোঝ,
উষ্ণতায়? আলিঙ্গন?
নদী বললে দূরে চলে যাও,
প্রেম বললেই? মৌনতা!

একবার আমি, আগুন মেখে তোমার চিবুক ছুঁয়ে দেব
বিসর্জনের ডালায় তুলে দেব মুঠো মুঠো স্বপ্ন
পাশেই দাঁড়িয়ে তুমি দেখতে থাকবে স্বপ্নের অপমৃত্য!
আর আমি, খিল খিল করে হেসে উঠবো!
আমাদের মাঝে তৈরি হবে আলোকবর্ষের দূরত্ব!
22/10/2015
12:31PM