এ আমার একেক ফোঁটা ঘাম নয় ।
একেক পাউণ্ড রক্ত!
ঘুমহীন রাতের শেষে পোড়া পিচে পুড়ে যায় ক্ষয়িষ্ণু চপ্পল!
কী এক অমোঘ টানে অস্থির রাজপথে একাকী আমার বিচরণ!
পোড়ে পিচ পোড়ে চপ্পল! থিতু হয় প্রেমিক বৃক্ষ!
আর রক্তে ভেসে যায় টিস্যু পাতা ।
.
জ্বলন্ত সূর্য হয়ে আছে সংগী আমার ।
কোথা এক গভীর সখ্য! দুজনই পুড়ে যায় নীরবে নিভৃতে!
সাথে পোড়ে নল নল নিকোটিন!
12/9/15
12:14PM