রাতের শরীর ভিজে সাবাড় আকাশ ছেঁচা জলে,
বুকের জমিন পিষ্ট হলো স্মৃতির পদতলে ।
হাত ছোঁয়াতেই স্মৃতির পাড়ায় জাগলো প্রেমের খরা,
ইচ্ছে নদীর স্বপ্নগুলো পড়লো তাতে ধরা ।
প্রবল স্রোতের প্রতিকূলে ভাসলো প্রেমের ভেলা,
ভালোবাসার জলসাঘরে বসলো নেশার মেলা ।
নেশার ঘোরে দুঃখগুলো সুখের ছোঁয়া পেয়ে,
প্রেমের পথে বাউল হয়ে চললো নেচে গেয়ে ।
বাউল মনের সস্তা সুরে মুগ্ধ রাতের কালো,
মেঘের পাহাড় কষ্ট খেয়ে জ্বাললো সুখের আলো ।
বুকের পাড়ায়, স্মৃতির পাড়ায় বিরল অনুভূতি,
দুই পাড়াতেই বিরহী মন করছে ইতিউতি ।
২৪/৬/১৫
রাত ১টা ১১