আকাশে এক আলোর খনি  জোছনামাখা চাঁদ,
চাঁদের আলোর রং লেগেছে, মন মানে না বাঁধ ।
একলা বসে ঘাসের উপর জোছনা মাখি গা'য়ে,
মনটা হারায় উদাসী এক বৈতরণী না'য়ে ।
দখিন বাতাস আসছে নিয়ে প্রিয়ার গায়ের ঘ্রাণ,
একলা নিশি কাটছে না আর মন করে আনচান ।
জোছনামাখা উষ্ণ গায়ে আলোর চিতায় পুড়ি,
চাঁদটা দেখি যাচ্ছে উড়ে, আস্ত একটা ঘুড়ি ।

ঘুড়ির লেজে ঝুলিয়ে দিলাম
একটি দুটি তারা,
বুঝে নিও মনের খবর মনটা যে ঘরছাড়া ।
এসো না এই জোছনা রাতে খোলা আকাশ তলে,
দুজন মিলে মন ভাসাব জোছনামাখা জলে!
31/05/2015
09:56PM