অদূরে যে কালবৈশাখী তোমরা তার সম্মুখীন হয়োনা,
তোমাদের হাতে যে চুড়ির গোছা তা ভেঙ্গে যেতে পারে!
অহেতুক স্নায়ুচাপ বাড়িয়ে কি লাভ?
তার চেয়ে ঘুমোও বসে যুতসই ঘরে ।
বাহিরে বৈশাখী সূর্য শুষে নেয় পুকুর জল
সে রোদের সূক্ষ্ম শুঁড় থাকে ।
মায়ের আঁচলে মোড়া তোমাদের ভু-খন্ড
শিশুতোষ কাব্য শোনে!
শোষণ বিরোধী বিক্ষুব্ধ মিছিল তাই পুরুষাঙ্গে উত্তাপ আনতে পারে না
যতটুকু পারে রমনীর যোনী!
হে বীর্যহীন পুরুষ তোমাদের জন্য আমার শুভকামনা-
"কপাট আঁটা বদ্ধ ঘর হয়ে উঠুক তোমাদের ধর্মালয়!"
04/04/2015
12:10AM