==ঘোষণাটি স্বাধীনতার
==মীর শওকত
মুন্ডুপাত হলে ক্ষতি নেই,
যত ক্ষতি মুখ বন্ধে!
পেটের গহীনে সৃষ্ট শব্দজট কাঁইকুঁই করে অবিরাম,
বেরিয়ে আসতে চাই ফুল স্পিড ।
অথচ সংকেত লাল ট্রাফিক আইনে-
"চাবি টেনে বসে থাক যানের ভেতরে ।"
সুড়ঙ্গের মত মিহি পথে দু'চারটে স্বৈর যান
যানজটের কর্তৃত্ব করে ।
ডিজেল চালিত গাড়ি হাঁসফাঁস করে,
অথচ পেট্রোল যান গর্জে ওঠে সিংহের গর্জনে!
কিন্তু স্বৈরতন্ত্র বোধশুন্যই থাকে,
বেমালুম ভুলে যায়-
কিছুক্ষণ পর জ্বলে উঠবে সবুজ বাতি!
14/03/2015
10:42PM