পৌষালি চাদরে মোড়া থুত্থুরে আকাশ,
হিমশীতল বাতাসে নড়ে নড়বড়ে মেরুদন্ড ।
রক্তিম সীসার তাপে স্বস্ত্বি খোঁজে কম্পিত শরীর;
অথচ নিজেই এক পোড় খাওয়া সীসা!
পাশেই চলেছে হেঁটে, নাতিশীতোষ্ণ জ্যাকেটে মোড়া কালসাপ!
রেশমী পশমে পুরা শীতল শরীরে যার স্বস্ত্বির উত্তাপ ।
জমজ মানুষ তবু নিরুত্তর ব্যবধান দুই আঙিনায় ।
একস্থানে শীতহীন উলঙ্গ উল্লাস আর অন্যত্র শীতার্ত নৃত্য ।
দু'য়ের বিভেদ বিন্দু মাঝে থেকে হাততালি দেয়-
বলে, "শীঘ্রই তোদের মুন্ডুপাত হবে ।"