আপনি মানুষ বটে!
আপনার বাণীগুলি ঠিক যেন অমৃত স্বরুপ,
উত্তপ্ত মরুর বুকে স্রোতহীন জলের নাচন ।
জনতার নাট্যমঞ্চে আপনি সুদক্ষ অভিনেতা
প্রতি পর্বে আপনাকে দেখি আর হতবাক হই!
এইতো কদিন আগে, অশ্রুজলে ভেজালেন রোদে পোড়া চৈত্রের জমিন;
মা-হীন ক্ষুধার্ত পাখি ছানার মত হা করে থাকা জমিনেও-
গজালো সবুজ বৃক্ষ তথা ধান, গম, ছোলা, ইক্ষু ।
.
খরতাপে দগ্ধ কৃষকের গায়ে বোলালেন বরফ-শীতল হাত,
আলগোছে টেনে দেয়া নখের আঁচড়ে মুছে গেল ঘাম; তারা হল শুদ্ধ!
পাড়ভাঙা নদীস্রোতে আপনার বলিষ্ঠ শরীর-
যেন কোন লৌহ দূর্গ, বাঁধহীন মানুষের আশার প্রদীপ ।
আপনিই সেই জন, প্রেমময় বাক্যালাপে ভরিয়ে তোলেন
অনভিজ্ঞ প্রেমিকের প্রেমিকার মন ।
.
আমরা সুবোধ প্রাণী, ঘুমবড়ি খাওয়া চোখে অবাক বিস্ময়ে দেখে যায়
অভিনয়ের কুটিল ইতিহাস । আর-
চিত্‍কার দিয়ে বলি, 'ফাটিয়ে দিয়েছেন মাইরি!'