একটি ছেলে গাঁ-য়ের সেরা গল্প বলব তার,
মাথার মধ্যে দুষ্টুমিতে ভরা আছে যার ।
ছেঁড়া-ফাটা জামা গায়ে বোতামগুলো খোলা,
সবার চোখে দস্যি ছেলে, আস্ত একটা গোলা ।
ভয়-ডরেতে নেই পরোয়া আপন মনে চলে,
সাদা ধোঁয়ার লোভ দেখালে মনটা তার যে গলে ।
পথের মাঝেই ঘোরাঘুরি সকাল-দুপুর বেলা
দুষ্টু দলের পাল নিয়ে তার বদমেজাজি খেলা ।
ধার ধারেনা লেখাপড়া কিংবা কারো শাসন
দুষ্টু দলের রাজা হয়ে গড়েছে নিজ আসন ।