বহুদিন পার হয়ে গেল, তোমায় না দেখা চোখে শুন্যতার বিক্ষুব্ধ মিছিল!
যে চোখের আঙিনায় সবুজ পাতার মত রঙ ছিল গাঢ় সবুজের,
সেখানে রয়েছে আজ প্রভাতী সূর্যের মত রক্তাক্ত গোলক!
গোলকের চতুর্পাশে ত্রিভুজ প্রেমের মত তুমি, আমি এবং শুন্যতার প্রাচীর ।
দুর্ভেদ্য দেয়ালের দুপাশে তুমি আর আমি!
ও পাশে তোমার কান্না; বেদনায় ছুঁয়েছে আকাশ!
এ পাশে আমার চিত্কার-
দেখা দাও ওগো প্রেমেশ্বরী!