আমি সে দিপ্ত চিত্তে সংঙ্কিত হয়ে,
ভাবী থাকিব স্বচ্ছন্দে।
কেনো জানি, ডাকে কে আড়ালে?
ওপাশ থেকে।
দু'লোচনে নিদ্রা নাহি আসে,
ভাবী তারি কথা বিরলে।
সদা চিত্তে শুধু সে থাকে,
দৃশ্যে-অদৃশ্যে।
হে, প্রণয় তাকে জাগ্রত কর,
তাকে প্রতিনিবৃত্ত কর মোর প্রণয়ে।
সপিনু মোর প্রণয় তারি মনঃ মাঝে,
মোর সর্ব বাণী তারি কর্ণে ঝঙ্কৃত হোক।।