চুপচাপ বসে তব স্মৃতি নিয়ে
আড়ালে মনে জাগে খোঁজে সে ক্ষণ
যখন কিনা স্বপ্ন ছিলো অন্তরে
সে ক্ষণ মুছে গেলো নিমিষে।
কতো স্বপ্ন ঝরে গেলো আমার
থামেনি হৃদয়ে শণিতধারা
বিটপীর পল্লবের মতন গগনে উড়া
তবুও থেমে নেই তোমার আশা।
মনে কী? পরে সে দিবস রাত
ছিলো মনে কতো আশ।
মোরা চিরকাল করবো বাস।
পারিনি ধরতে স্বপন সুখ
ভুলে সব হয়ে গেলো সর্বনাশ।
নিরালায় বসে থাকি আসবে কী? কাল
কখনো হবে দুটি মনের মিলন।