পথ হাঁটিয়ে চলছে দূর পথে
সীমানার আসল রহষ্যভেদে
জানার নাহি কোনো রেখা
জীবনের গতি আগামীর পথে।
চলে মন কোনো দূর পথে
সকল পাওয়ার আগমনে
বার্তা আসে আগামীর পথে।
ক্ষণিক জীবনে আশা বাঁধে চির
সময়কে হার মানিয়ে চলি সুদূরে
নাহি থাকে মনে জীবন হবে নাশ
কল্পনা মনে আগামীর পথে।
সন্ধান করি আখ্যা না জানা দুর্ভেদ্য পথ
জানবে তাঁরা যে হবে পথের পথিক।
নয়ন গোচরে দর্শিনা সবি থাকে দূরে
খুঁজে নিবে রতন আগামীর পথে।
হেলায় ফিরি দুলি কতো রকম
আশায় রহি জীবন হবে নানাবিধ।
পথের পথিক না হয়ে
হবে আগামীর পথে ভবিষ্যৎ।