ভালোবাসি তারে; আমি তা বলিতে না পারি
পাছে কুঁচকে না যায় ভ্রুলেখা, ভেঙে না যায় মুখে হাসির ছন্দ—
বলে ওঠে 'কখনো ভাবিনি তোমায় নিয়ে'
মনে জাগে এই বোধহয় টেনে দিলেম সম্পর্কের আড়ি
ভালোবাসা সংকীর্ণ নয়, জর্জতা নেই;
তা রয়েছে প্রাণে,
এলোমেলো আত্মা মধুকরের মত নীড় খুঁজে নেয় প্রিয়তমার চুলের ঘ্রাণে,
সবকিছু এত মধুর তবু কেন প্রাণ সাড়া দেয় অচেনা আকাশের টানে?
একাকী বসে হাজারো রাত্রি—
আকাশের তারায় মুখখানা একেছি তারই,
কত অনুক্ত কথারা জমে আছে—
জুড়ি মেলানো ভারি,
কত জবাফুল শুকিয়ে গেছে,
অপেক্ষার মূহুর্ত ঘনিয়ে আধারে—
মিলিয়ে গেছে তা বোঝাতে নারি,
কত আকাশ ভালোবাসি তারে;
আমি তা বলিতে না পারি।