আমার অবচেতন মন তোমায় ফিরে পেতে চাইবে
জানালার কোণে জবা ফুলটা শুকিয়ে যায় অযত্নে,কোনদিন
হয়তো বৃষ্টিকণার স্পর্শে তা পুনরায় আত্মা ফিরে পাবে-
মধুকরের ছন্দে প্রাণের প্রতিটি রন্ধ্রে তা ছড়িয়ে যাবে;
সেদিনও আমার অবচেতন মন,
ছেলেমানুষি সুরে তোমায় ফিরে পেতে চাইবে।
ক্লান্তির স্তব্ধ ক্ষণে ঝিঝির গান বন্ধ হয়ে যায় আড়ালে,
হঠাৎ এক নিকষ রাতে হয়তো খুব করে দল বেধে-
আলোয় ধাধিয়ে যাবে চারিদিক, মিটমিট করে রাত্রির
শত তারকারাজির উপস্থিতির খবর ভুলিয়ে দেবে;
সেদিনও আমার অবচেতন মন,
সব মুখড়তা এড়িয়ে তোমায় ফিরে পেতে চাইবে।
কখনো সময়কে থেমে যেতে দেখিনি; গতী হারিয়ে নিথর
হয়ে রবে প্রশ্নবিদ্ধ মনে, তারপর হয়তো জগতের নিয়ম
অমান্য করায় বিধাতা শাস্তি হাতে এসে-
তা প্রসারিণীর হাতে সপে দিয়ে শুন্যে মিলাবে;
সেদিনও আমার অবচেতন মন তোমার চোখে চোখ রেখে,
শতাব্দীর বিভোর মায়ায় নিজেকে খুঁজে পেতে চাইবে।