হারিয়ে যাবো একদিন; বর্ষার দিনে মেঘদলের কল্লবে-
তপনের প্রখর কিরণ মূর্ছা যায় যেমনি করে,
কখন উঁকি মেরে দেখার চেষ্টায় ব্যর্থ হয়ে রক্তিম আঁকার
ধারণ করবো না তা কে জানে? নিশ্চিহ্ন হয়ে ক্ষান্ত হব,
বৃষ্টি হয়ে ঝরবো তোমার টানে;
কর্দমাক্ত চোরাবালিতে, শুকনো পল্লবে।

হারিয়ে যাবো একদিন; হাত দিয়ে নক্ষত্রদের সরিয়ে-
শুন্যতায় ভেসে বেড়ায় আকাশচারীরা যেমনি করে,
কৃষ্ণগহ্বরের খুব কাছে চলে গিয়েও হয়তো ফিরে আসবো-
তোমার আহ্বানে তা কে জানে? মাধ্যাকর্ষণে পুড়ে ছাই হব,
অনশিষ্টাংশ বয়ে যাবে তোমার পানে;
আত্মার গহীনে, রাগ অভিমান এড়িয়ে।

ঠিকই হারিয়ে যাবো একদিন, অবচেতন হাসির আড়ালে-
অনুভূতিতে আঘাত লাগে যেমনি করে,
হাজারো বিষাদের মাঝে ডুবে থেকেও;
কখন সেই হাসির অণু অংশও নিলীন হলে ছুটে আসবো না-
তোমার তরে তা কে জানে? ঠোটে হাসি বিনে মানায় না যে;
অমন সুচিস্মিতারে, ব্যথার কাজল মুছে দিব,
যতদূরে যাবে তুমি; সঙ্গী হব, অনামিকা আঙুল ধরে।