জানালায় তোর আলোছায়া হেলে দুলে,
ছোঁয়ার আশায় হাত বাড়িয়ে মনের ভুলে
চুপ্টি করে মনের কথা—
বলবো তোরে মেঘেরা এলে,
হাওয়া চড়ে আয় চলে আয় বৃষ্টি ঠেলে,
তব তুই যাসনে চলে আমায় ফেলে।
তাকিয়ে দেখ একটিবার দৃষ্টি মেলে,
সম্মোহনী চোখের কাজল ফুরিয়ে গেলে,
নিশীথের আঁচল এনে দেবো চাঁদের আড়ালে
সূর্যের মতন সব প্রাণেরা অস্ত গেলে,
জোনাকি আনবো মুঠোয় করি রাত্রি এলে
তব তুই যাসনে চলে আমায় ফেলে।