আহা স্বাধীনতা,
তার নতুন রোদশান্ত নির্জন রাতে,
জাগে বিদ্রোহী চেতনা,
স্বাধীনতার দাবিতে,
উদ্ভাসিত মমতা
আবার জ্বলে উঠছে প্রদীপ,
একাত্তরের মতন,
স্বপ্নের ডানায় ভর দিয়ে–ছুটে চলে বাতাসে মন,
ভেঙে চৌচির করে দেয় সব জড়তা
আবার জেগে উঠছে তরুণ,
দৃঢ় প্রতিজ্ঞা,
অত্যাচার আর না সইবে,
নয় কোনো দাসত্বের ভিড়
আলোর পাখনা মেলে,
ছায়া করে দূর,
সত্য আর ন্যায়ের যুদ্ধে,
রুখে দাঁড়ায়,
দূর হোক ঘুর্ণি দানবীয় বিভীষিকা
রক্তের রঙে আঁকা,
সেই মহা গাঁথা,
অবিনশ্বর সেই স্মৃতি,
বুকে জাগিয়ে নিত্য নাথা
জুলাই-আগস্টের দুঃখিনী রাত,
পথ দেখায় সাহস,
সাঈদ আর হাজারো মুগ্ধরা
অটুট জয়ের গান,
মুক্তির অভিলাষে ভরে প্রাণ
নতুন সূর্যের উদয়– আকাশে আবার,
অত্যাচারের কালো মেঘ,
মুছে যাবে আবার
আকাশ বিজয়ের রঙে সাজবে
আমাদের এই পথ চলা,
অন্যায় মুক্তি নেবে,
আমার বহু প্রত্যাশীত–স্বাধীনতা
তুমি মুক্ত বাতাসে বাঁচবে।