ঘুরেছি বহু চর
অচেনা প্রান্তর
বহু নীলাদ্রি বিস্তর‌,

ঘুরেছি শেষ সীমানা
নীলিমার পর
শুষ্ক তেপান্তর,

গুনেছি বহু তারা,
এখানে আর নেই যারা
শুকতারার ওই ঘর,

তবুও আমি পাইনি তোমারে-
তাহাদের উপর,
শেষ বেলা তুমি এলে;
ব্রহ্ম কমলে হেসে খেলে;
রাত্তিরে তারপর, শান্ত ইরাম

জানি আমি নই সিন্ধু
বরং আমি নৈঋত যে-
খুঁজেছে তোমায় অবিশ্রাম
তব আমার ছেঁড়া বোতামের সুতোয়-
তোমার প্রেম, ঘুণে খাওয়া এই মধ্যবিত্তের পকেটে
একরাশ তুমি; অবিরাম।