কোন এক ঝুমবৃষ্টি রাতে–
তুমি দেখছ আকাশ আড়াল করে;
মনের ভুলে বৃষ্টিকণা নরম হাতে,
নালিশগুলো আঁকছো মনে,
চোখের কোণে নোনতা জলের রঙ-তুলিতে।
অভিমানী হয়ে 'ভালোবাসি বলো',
আর্জি নিয়ে চুপ্টি করে,
কাটিয়ে দিয়েছো শুকনো ঠোটে;
রাত্রি অনেক যাতনা ঘোরে।
ভাবনাগুলো খেয়ালখুশিতে
বিষণ্ণতার সামলে নেয়া,
চিহ্ন বিলীন কাদামাটিতে,
নিছক কবির কাব্য খেয়া।
তারকারাজি তোমায় ঘিরে;
মিটমিটে স্বপ্ন আঁকে
আমিহীনা ওই বিশালতায়;
তোমার কি বড় একলা লাগে?