যদি বলো,
সম্মোহনী কাজল হবো; রাঙিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে
তোমার ওই হরিণী আঁখি,
শতমায়ার পাড়ি সেই শান্ত ঢেউয়ের কোল ঘেষে,
আমি বিলীন! আমি বিলীন—মাঝি এই পাড়েতে এসে,
কান্নাভেজা নালিশগুলো সংগোপনে আগলে রাখি।
যদি বলো,
আঁচলরুপী কুয়াশা হবো; আচ্ছাদনে, আচ্ছাদনে
রাখবো তোমায় যতন করে,
রৌদ্রস্নাত দুপুর বেলায় স্নিগ্ধ তুমি ছায়া হয়ে,
সহজ ছন্দে কথা গেয়ে মনের বুলি বলছো ধেয়ে,
শুনবো আমি! শুনবো আমি–বায়না করে হাতটি ধরে।
বলবো দুজন—শেষ বিকেলে বাদাম ভাঙা গল্প যত,
মুখোড় হাসি, অল্প রাগের ছেলেমানুষি স্বপ্ন শত,
আয়নাতে কভু দেখতে পাবেনা আমিহীনা অবয়ব,
তোমাতে বিলীন ইচ্ছেগুলো;
তোমাতে ঘিরেই সব।