রফিক দ্যাখ,  মানুষ এখন অমানুষ হয়ে গেছে।
ভালবাসার বদলে ছুরি উপহার দেয় |
চুমোর বদলে  বিষ উপহার দেয় |
সাতার শেখানোর পর জলে ডুবিয়ে মারে  |
রফিক চলো আমরা মানুষ পরিচয় ভুলে গিয়ে বৃক্ষের নাম ধারণ করি |

প্রতিদিন প্রার্থনা গৃহ থেকে ফিরে এসে
জল -তৈল মিশিয়ে এক নাম্বার মধু তৈরি করে ফেলি |
আমাদের বুকের ভেতরে  আদম-হাওয়া আছে কিনা সন্দেহ?
রফিক চলো, আমরা আবার নতুন করে কালেমা পাঠ করি |

আমাদের ঠোঁট এখন বিষাক্ত নদী |
আমাদের নফসের ভেতরে জমে পড়ে  আছে কালো পাথর |
আমাদের চোখের ভেতরে জলন্ত আগুন |
রফিক চলো আয়নাবাজি বাদ দিয়ে আমরা নদী হয়ে যাই |

রফিক আমাদের হাতে ভিক্ষার থালা দেখে
অনেকেই ভাবছে আমরা ফকির |
অথচ আমাদের হাতে ছিল একটা অসহায় বাঁশি |
তাতে আমরা মানব সুর সৃষ্টি করতে চেয়েছিলাম |
রফিক চলো আমরা মানুষ থেকে সবুজ ঘাস হয়ে যাই |