প্রেম করা মানে নিজকে খুন করা,
নিজকে খুন করতে করতে একদিন মানুষ হওয়া |
যে প্রেম করবে সে অবশ্যই জলে ডুবে মরবে |
মরতে মরতে একদিন ভেসে উঠবে |

যে প্রেম করবে সে অবশ্য ভিক্ষার থালা নিয়ে ঘুরবে |
ভিক্ষার থালা নিয়া ঘুরতে ঘুরতে একদিন কোটিপতি হবে |
প্রত্যেক প্রেমিক এক একজন ভিখারি |

যে প্রেম করবে সে পাগল হবেই |
মনের মানুষ হুট করে একদিন  বলে দেয় |
এই পাগলামি করো নাতো |
পাগল হতে হতে , সে একদিন  খাঁটি মানুষ হবে  |

যে প্রেম করবে সে অন্ধ হবেই।
অন্ধ হতে হতে একদিন তার চোখ খুলে যাবে।
মজনু, লাইলীর দেখা না পেয়ে,
লাইলীর কুকুরকে মজনু চুমো দিয়েছিল |