জীবনে যত গোলাপ ফুলের বাগান
সৃষ্টি করেছিলাম,
সব গোলাপই রক্তের ভেতরে জ্বেলে দিয়ে গেল
বিষাদের আগুন |

আমার বাগানের কোন গোলাপ-ই
আমাকে এখন আর  চেনে না |
তিক্ততার কারনে জীবনের নিমগাছগুলো
হৃদয় থেকে অনেক দূরে সরিয়ে রাখতাম।
গোলাপকে খুব আগলে রাখতাম
যে গোলাপটা আমার সবচেয়ে প্রিয় ছিল
সেই গোলাপটাই আমার বুকে
বিষাদ বেদনার চিন্থ এঁকে দিয়ে গেল |

আমার পুরো দেহকে বিষমুক্ত করেছিল
জীবনের নিমগাছগুলো |
আমার ব্যাথিত রক্তকে শোধন করে দিয়ে গেল
জীবনের নিমগাছগুলো |

গোলাপ মধু পানের পরিবর্তে
বিষ পান করিয়েছিল |
জীবনের নিমগাছগুলে
সেই বিষ  শোষণ করে আমাকে বাঁচিয়েছিল |