জীবন একটা আইসিইউ |
ডানা ভাঙা শালিক |
হাজার বছর ধরে ঘোর-মোহের খেলায় মেতে উঠা |
রঙিন চশমা | ভালবাসার লাল গোলাপ |
একটা রাত ভেঙে যাবার ইতিহাস |
কথা দিয়ে কথা না রাখার প্রয়াস |
জীবন শিশিরের শব্দের মতো |
কচু পাতার পানির মতো |
নিজের জীবনটা মৃত লাশের মতো বহন করা |
একটা ভাঙা জাহাজ |
আদিম দুঃখ বুকে নিয়ে হেটে চলা |
কাঁপা কাঁপা হাত নিয়ে উজনেতে কম দেওয়া |
জীবন একটা সার্কাস | জুয়ার আসর |
নর্তকীর ভেলকিবাজী | নারীর খোলা পিঠ |
স্তন ও নাভীমুলের দৃশ্য |
জীবন একটা নেশা | সিগেরেটের ধোয়া |
মদের আসর | আয়নাবাজী | দশে দশে পঞ্চাশ বানানো |
কাঁচা মাংসের ঘ্রাণ | পতিতালয়ের ওম |
ভালবাসার নাম দিয়ে ঘরের বাহির করা |
জীবন হাসপাতালের বারান্দায় চিৎ হয়ে শুয়ে থাকা |
টাকার অভাবে বাবাকে একটা আইসিইউ দিতে না পারা |
জীবন একটা অভিনয়ের মাঠ |
মদের গ্লাসে জল ঢেলে দেওয়া |
জীবন একটা অপেক্ষা |
তোমার আমার গল্প |
নিজকে খুন করার আগে এক কাপ কফি খাও |
জীবন কুয়াশার ভেতরে একটা সাদা ঘোড়া |
ফুল স্টপ |
জীবন একটা সাতে তিন হাত ঘুম |