এখন হাওয়ার রাত খাচ্ছি |
নিজের বুক থেকে উত্তাপ খাচ্ছি |
আমার বাম হাতের থাপ্পর খেয়েছি |
নিজের বুক বিক্রয় করে অত্যাচার কিনেছি |
সব খাওয়া হয়ে গেছে,
দুঃখ -কষ্ট-জ্বালা যন্ত্রনার অশেষ অপমান
আকন্ঠ ভরে পান করেছি |
তোমাকে ভালবাসি বলার অপরাধে
প্রেমের হাতে মাইর খেয়েছি |
আপনজনের অপমান খেয়েছি |
দুঃখরুটির সাথে খেয়েছি হিম সন্ধেবেলা |
হাসপাতালে গিয়ে জলের সাথে মিশিয়ে পান করেছি কাঁচ ভাঙ্গার শব্দ |
আমার রক্ত আমাকে পান করতে দিল দুঃখনদী |
তোমার নামের শব্দ থেকে বিষপান করেছি।
হ্যাভেন প্যালেসে বসে
নিজের বুকের মাংশ ফ্রাই করে খাচ্ছি।