সব সীমানা অতিক্রম করে
আমি শুধু তোমার কাছেই আসতে চাই |
তুমি তোমার হৃদয়ের সব কটি জানালা খোলা রেখো |

এই শীতে আমার কোন খবর তুমি রাখলে না |
প্রচন্ড শীতে খুব কাঁপছি |
আর শুধু তোমার নামের শব্দ পান করে বেঁচে আছি  |
এই শীতে তুমি আমার জন্য একটা মিহি চাঁদর পাঠাতে পারতে |
তোমার তো কোন টাকার অভাব নেই |
আমি তোমার নাম স্বরণে  সব ভুলে গিয়ে ফতুর হয়ে গেছি |

আমার ব্যাধিমন্থনের ডানায় ভর করছে
পৃথিবীর সব শীতকাল |
তুমি চাইলেই আমার ব্যাথিত হৃদয়ে
ভালবাসার একটা চাঁদর  জড়িয়ে দিতে পারতে |
প্রেম ও প্রতীক্ষার মাঝখানে
দাবাললে পৃথিবী পুড়ে গেলেও আমি শুধু
তোমার অপেক্ষায় থাকবো |

তুমি অনুমতি দিলে আগামী বসন্তে
আমি তোমার বাড়ীর সীমানায়  আসবো |
তোমার জন্য অপেক্ষার ফুল নিয়ে
দাড়িয়ে থাকবো  |