পবিত্র মাহে রমজান, ভোগের মাস নয়
ত্যাগের মাস |
একটু কম ভোগ করে, অসহায় মানুষের বুকে চাষাবাদ করো আপেল বাগান |
মানুষের চোখে, চোখ রেখে তাকিয়ে দেখ |
পাতা খসে পড়ার  দিন উড়ে যাবে |
বুকের ভেতরে অনুভব করবে প্রকৃতির আমন্ত্রণ |

একটু কম খেলে মানুষ মরে না |
বেশি খেয়ে হেমন্তের পাতার মতো
খসে পড়েছে সোনার দেহ |
ভেঙে পড়েছে আয়না মহল |
অসহায় মানুষের ঘ্রাণ একটু শুকে দেখ |
তোমার আকাশ থেকে কেটে যাবে বিমর্ষ রাত |
প্রকৃতির ঠোঁট শ্ব -শব্দ চুম্বনে তোমাকে কাছে টেনে নেবে |

এই রমজানে, নিজের মুখে নয়
অন্যের মুখে হাসি ফুটাতে পারলে |
তোমার রক্ত থেকে মুছে যাবে গন্ধমের ঘ্রাণ |
ঘোর ও অন্তিম মোহ কেটে যাবে |
ভোরের আলোয় উদ্ভাসিত হবে নানান রঙের ফুল |