আমি ভালবাসি কাব্যকে-
আমি ভালবাসি বাংলাকে,
আমি ভালবাসি সুর ছন্দকে
ভালবাসি নর-নারীর মিতালীকে।
যখনই প্রকৃতির প্রেমে পড়ে যাই-
আবেগ নিয়ে কবিতার গান গাই,
কবিতার জগতে যখনই যাই
খাওয়া দাওয়া সবই ভুলে যাই।
আবেগে ভাবাবেগে দু'চোঁখ বুলাই-
যখনই মনের কোনে কিছু খুজে পাই,
খাতা নিয়ে কবিতা লিখতে বসি
কাব্যিক কথা কলমে আসে চলি।
লিখতে গিয়ে যখনই থমকে যাই-
তখন কবিতার জগতে নিজেকে হারাই,
ছন্দ আর ভাষা দিয়ে মনকে বুঝাই
অপৃপ্ত মনখানি মোর অতৃপ্তি রয়ে যায়।
ছন্দ ভাব যখনই মিলিয়ে দেখি-
কাগজের বন্ধনে লিপিবদ্ধ করে রাখি,
স্বদেশ ও পৃথিবী নিয়ে ভাবি
সব খানেতেই কবিতার কথা খুঁজি।
যখন যেথায় যাহা কিছু পাই-
তাহা সুর ছন্দে কবিতার লিখে যাই,
কবিতা ছাড়া আমার জীবন অচল
কবিতা লিখে জীবন করি সচল