তিতুমীরের মাটি, গৌরবের তীর,
শিক্ষার আলোয় জ্বলে ইতিহাসের নীড়।
স্বপ্নের বীজ রোপণ করে যে স্থান,
তিতুমীর কলেজ, তারুণ্যের প্রাণ।

উপায়ন-এ বাঁধা শিক্ষার গল্প,
মেধার মশালে জ্বলে প্রজ্ঞার বৃত্ত।
তরুণ মনে আনে অজানার পিপাসা,
তিতুমীরের শিক্ষা দেয় জীবনের দিশা।

শিক্ষকরা যেন বাতিঘর আলোকময়,
তাদের কথায় গড়ে ওঠে জীবনের বই।
ছাত্র-ছাত্রীরা জাতির ভবিষ্যৎ কারিগর,
তিতুমীরের পাঠশালা, মেধার ঘর।

প্রতিটা ক্লাসরুমে বাজে আলোর গান,
প্রত্যেক বারান্দায় ছুঁয়ে যায় নতুন সম্মান।
উপায়ন-এ লেখা থাকুক সেই ইতিহাস,
তিতুমীরের গৌরব ছড়াক চিরন্তন আকাশ।

তিতুমীর তোমার নাম উচ্চারিত হোক,
জ্ঞান-গৌরবের মশালটি আলোড়িত হোক।
ম্যাগাজিনে ফুটুক তোমার ঐতিহ্যের কথা,
উপায়ন-এ জ্বলুক তিতুমীরের প্রদীপ যথা।