আমি আসিয়া, আমি সখিনা, আমি নামহীন কত প্রাণ,
নির্লজ্জ সমাজের আঁধার কোণে নিভে যাই অবিরাম।
অপমানের আগুন নিয়ে বেঁচে থাকা অভিশাপ,
আমার কান্নার শব্দ যেনো বাতাসেও নিষ্প্রভ চাঁপা।
আমার দোষ ছিল কতো? কেন ভেঙে গেলে স্বপ্ন?
কেন পথের ধুলোয় লুটিয়ে গেলো মায়ের আঁচল-জড়ানো মন?
পাষাণ দৃষ্টি, নরকের শকুন, নষ্ট এই সমাজ,
বিচার চাইতে গেলে শুনি— "লজ্জা রাখো, চুপ থাকো আজ!"
আমি কি তবে কেবল শরীর? অনুভূতি কি নাই?
আমার বেঁচে থাকার মূল্য কি নেই? ন্যায়বিচার কোথায়?
আমার ক্ষত-বিক্ষত আত্মা চিৎকার করে কাঁদে,
ধর্ষকের শাস্তি চাই, নত নয়, মাথা উঁচু করেই দাঁড়াবো রোদে।
একদিন এই আঁধার কেটে আলো আসবেই,
আমার মতো কেউ আর বাঁচবে না বিষের কাঁটায়,
আইন হবে তীক্ষ্ণ তলোয়ার, সমাজ হবে প্রাণ,
নারী জাগবে, ঘুরে দাঁড়াবে, পাবে নতুন প্রাণ!