নীল শাড়িতে লাগবে তোমায় নীলাঞ্জনা,
লাল, হলুদ, সাদা, কালো শাড়ী আছে আরো,
তবুও আমি বলি তুমি নীল শাড়ীটা পরো।
ঐ নীল আকাশের মতো লাগছে তোমায় অপরূপ,
দুটি নীল মিশে আজ নীলে একাকার।
প্রিয় কপালে দিও নীল টিপ কাজল দিও চোখে,
রেশমী কালো চুল তোমার মধুময় হাসি মুখে।
তোমার নীল শাড়ির জন্য আকাশের নীল শূণ্য,
তোমার রূপে প্রকৃতি যে ঐ নীলেই নীলারণ্য।
তুমি আজ সবুজের বুকে নীল বর্ণের জ্যোতি,
কাশফুলের সমাহার জুড়ে তুমি নীল প্রজাপতি।
নীল শাড়ীতে তোমায় দেখে আমি পাগলপারা,
তাকিয়ে থাকি এক নজরে হয়ে যাই দিশেহারা।
তুমি এলে পাশে নিজেকে আবিষ্কার কবি রূপে,
তুমি আমার কবিতা হবে নীলাঞ্জনা?
যার প্রতিটি লাইন জুড়ে থাকবে
তোমারই অবস্থান আর তোমারই জয়গান।