রক্ত মাখা সেই ছোট শিশুটির কথা কি মনে পড়ে?
আমি বিধাতাকে সব বলে দিবো,
বলেছিলো যখন সে যাচ্ছে মরে।

রক্ত মাখা সেই ছোট শিশুর কি অপরাধ ছিল?
বিশ্ব কি জবাব দিবে তার?
বিশ্ব বিবেক শুধু লোপ পায় যদিও যুদ্ধাপরাধ হয়,
তবু নিশ্চুপ যখন হামলা করে ফিলিস্তাইন।

ছোট বালক কি বৃদ্ধ - শিশু - মহিলা
বেসামরিক লোকদের মারছে নির্বিকার।
এই করুণ দৃশ্য দেখে
জাতিসংঘ আছে চুড়ি পড়ে।

আর নয় আর্তনাদ, আর নয় করুণা
সারা বিশ্বের বিবেকগুলো
এক হয়ে দেখিয়া দাও,
বলো মূল্যবোধ বিক্রি করি নায়।

নিজ দেশে তাহারা আজ পরবাসী,
এই আর্তনাদ, এই আহাজারীর জবাব-
এক দিন দিতে হবে, হুঁশিয়ার হে ইহুদি সন্ত্রাসী।


উৎসর্গঃ ফিলিস্তিন নিয়ে এমন ব্যতিক্রমী চিন্তাভাবনা এবং উক্ত উদ্যােগের জন্য এই ছোট বোন সানজিদা কে উৎসর্গ করা হলো।