সুখের আড়ালে
কে তুমি দাড়ালে
দুঃখের বার্তা নিয়ে?
আবারো শুন্যে হারালে
আমাকে ফিরালে
বুকভরা স্বপ্ন দিয়ে?
কিসের বিহনে মলিন এ হৃদয়
গল্প ভাবনায় মম কল্পনা যাদুময়,
জগত সংসার আনিছে যাতনা মম।
স্মৃতির আড়ালে বেদনা পর্বতসম,
তবু চির বিশ্বাসী আমি, ভয়কে করি দিক।
আমি দৃঢ়, আমি নির্ভিক
যাহা চায়, আমি তাহা পায়,
বিপদে আমি উল্লাস করি
কাঁদি আমি সুখে।
শুন্যে ভাসিছে মোর উন্মাদ চিত্ত
তবুও পুষিয়াছি বুকে,
বিত্ত বৈভবে চিত্ত শৈশবে ফিরিয়া চলে
সহস্র স্মৃতির পাতায়।
হারানো অতিতে ফিরিবার কালে
গুমরে উঠি ব্যাথায়,
বলি বেদনা; তুমি আর কেঁদো না
মম কল্পনা; শুধু গল্প না,
চঞ্চল হৃদয় পোষ মানে না মোরে
ভেঙ্গে দেয় সব আশা,
ভাসায়াছে মোরে অথৈই সিন্ধুজলে
সে কোন সর্বনাশা ?