তুমি কি সত্যিই এক রহস্যের বাঁধন,
নিভৃতে গড়া নীরবতার কাব্য?
তোমার চোখে কি গল্পের ছায়া,
যেখানে হারিয়ে যায় চেনা সব পথ?
তুমি চাঁদের আলো, নাকি ছায়া,
আলো হয়ে থেকেও দূরত্ব রাখো।
আমি খুঁজি তোমার না বলা ভাষা,
তুমি কি কখনও সে কথা বলো?
ধ্রুবতারার মতো তুমি স্থির,
অজানার মাঝেও রেখেছো দিশা।
জানতে চাই, বুঝতে চাই,
তোমার নীরবতার রঙ কেমন?
যদি একদিন খুলে দাও দরজা,
আলো কি ছড়াবে তোমার আঙিনায়?
নাকি থেকে যাবে রহস্য হয়ে,
আমার মনে এক চিরন্তন ধ্রুবা।