রক্তে লেখা এক ইতিহাস, বিজয়ের গান,
শত ত্যাগের সুরে বাজে স্বাধীনতার মান।
লক্ষ প্রাণের বলিদানে যে সূর্য উদিত,
বিজয়ের গল্প তাই করে হৃদয় উদ্দীপ্ত।
সেই ডিসেম্বরের শীতল হাওয়া,
বয়ে আনে বীরদের রক্তের ছাওয়া।
যাঁরা দিয়েছেন জীবন, তবু নত হননি,
তাঁদের কৃতিত্বে স্বাধীনতা মুকুট ছিননি।
তিন রঙে রাঙা পতাকা উড়ায়,
গর্বিত চিত্তে বিজয়গাঁথা শোনায়।
সবুজের বুকে লাল সূর্যের দীপ্তি,
এ মাটি ছুঁয়ে আছে বীরের স্মৃতি।
তুমি আমি সবাই আজ এক,
বিজয়ের পতাকায় ধরা চির অক্ষয় লেখা।
স্বাধীন দেশে রাখি শপথের প্রেরণা,
বিজয়ের চেতনা হোক সবার জীবনের রত্না।
উদিত হোক আলো, তমসা ভেদে,
বাংলার বিজয় ধ্রুবতারা হয়ে দাঁড়িয়ে।
বিজয় দিবস তাই আমাদের অহংকার,
যুগে যুগে রবে ইতিহাসের অনিবার।