বৃক্ষ লাগালে লাভ হবে
দিবে অক্সিজেন
মরুভূমির মাটি সতেজ হবে
বাড়বে বনায়ন।

বৃক্ষ থেকে ফল পাবেন
আরও পাবেন ফুল
গরম কালে গাছের ছায়ায়
ঠান্ডা অতুল।

ঔষধি বৃক্ষ বাড়ির কাছে
যদি সকলের থাকে
রোগ প্রতিকার করা যাবে
ডাক্তার আসার আগে।

বাড়ির উঠোন বা পুকুর ঘাট
ফলের গাছে ভরুন
বিষাক্ত ফল বাজার থেকে
কিনতে নিষেধ করুন।

গাছের মর্যাদা অনেক আছে
বলা অনেক দায়
গাছ লাগালে পাবেন প্রমাণ
আসবে বেশি আয়।