আমি যেদিন থাকবোনা
আমার শহর মাথা উচু করে
বেচে থাকবে অনন্ত কাল ধরে --
হয়তো যেদিন আমার দেহ এই
শহরের বুক দিয়ে নির্জনে
চলে যাবো সব কিছু ছেড়ে--
ঐদিন হয়তো তোমারা কেউ
আমাকে আর ডাকবে না,
আম্মু হয়তো অল্প চোখের জল
ফেলে নিরব হয়ে যাবে--!
হয়তো চোখের জল ফেলবে,
যারা আমাকে কিছুটা মনে
দিয়েছিলেন খানিকটা স্থান।
মাটি চাপা দেহ হয়তো আর ফিরে আসবেনা --
স্বপ্ন হয়তো অপূর্ণতায় একাকী চলে যাবো,
মৃত্যু আজ দুয়ারে এসেছে-
আজ খেলা আর হবে না এ বেলায়।