অনেকদিন আগেই ঠিক করে রেখেছিলাম,
আজ একটু একলা রাস্তায় রাস্তায় হাঁটবো
একা একা, অন্ধকারে
আধো আলোতে আধো ছায়াতে---
অন্ধকারের সাথী হবো ।
অন্ধকারের আলাদা বর্ণ আছে,
রুপ আছে, রস আছে, গন্ধ আছে, স্পর্শ আছে
আমি একলা সে সব ভোগ করব
আমার সাথে থাকবে কেবল
ফাগুনের প্রথম দিন
বসন্তের প্রথম উন্মাদনা!
সেই কখন থেকেই পথ ঠিক করছি
রাজপথ থেকে মেঠোপথ
হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত, পরিশ্রান্ত
বলশ্বরের তীর ঘেঁষে কেবল
বাসন্তী শাড়ি, ব্লাউজ--পাজামা, পাঞ্জাবি
অথচ আমি কোথাও বসন্ত দেখি না!