বিশ্বাসের মর্যাদা
যে রাখতে না জানে,
বার বার বিশ্বাস করে
তাকে কে মানে?
বিন্দু বিন্দু বিশ্বাস জমিয়ে
ভাঙা সুটকেসটাই বগলদাবা করে
দিয়ে ছিলাম মেলা।
বারবার বিশ্বাসে ভাঙ্গন ধরেছে
সে আমার সাথেই করে যাচ্ছে
চড়ুইভাতির খেলা।
বিশ্বাস ভেঙেচুরে আবার যদি
স্বপ্ন দেখে স্বপ্ন সাজাতে চাও,
লজ্জাটুকু পুঁজি করে
তবেই সামনে যাও।