চোখের সামনে বিরাট সত্য
দেখছি তবু বন্ধ করে চোখ,
ভাবনায় লোভকে চাবুক মেরে
দেখাই শুধু নিদারুণ শোক।

সবই রাজশক্তির হাতের বশে
খেলার মাঠে অপরুপ,
আইন আদালত ইঁদুর ছুটছে
বিচার পুড়ছে যেন গন্ধহীন ধুপ।

দেশকে ভালোবাসার চিৎকার
মাঠে ঘাটে মঞ্চে মিথ্যা আস্ফালন,
নিজে বাঁচলে তবেইনা বাবার নাম
নেতারা তবু দিচ্ছে সততার ভাষণ।

যা দেখছি শুনছি তা কি তবে সত্য!
নেতা নেত্রীর ভাষণ ফেলার নয়,
যা পাচ্ছি সেটাই আমাদের মুল্য
আমাদের কিনছে আমাদেরই ভয়।