এখন আমি অনেক কিছুই পারি
অনেক কষ্টে দাঁত কেলিয়ে হাসতে
লাইট নিভিয়ে অন্ধকারে লিখতে;
এ তো দুরন্ত অবহেলার কাছে নিঃশর্ত আত্ম-সমর্পণ!
এখন এই আমি আমি না,
অন্য কেউ সমুদ্রের মন্থনে নদী যেমন অস্তিত্বহীন
এখন আমার তেমন, নিজের অসমাপ্ত
সমুদ্রে নিজের অস্তিত্বের অনাকাঙ্ক্ষিত অনিবার্য বিলোপ।
এই আমার বর্তমান, শূন্য করতলে
এই আমার দুর্দান্ত বাঁচা, অবহেলার রূঢ় বৃক্ষ তলে।