তবুও সন্ধ্যা হয় আমাদের শহরে
মুহাম্মদ মিরাজ উদ্দিন


তবুও সন্ধ্যা হয় আমাদের শহরে
কত নিষ্ঠুর হৃদয় মেনে নিই সব অকাতরে
মানুষের হাহাকার ভেসে আসে সমানে
চোখের কোণে পানি জমে আনমনে ||

তবুও সন্ধ্যা হয় আমাদের শহরে
স্বপ্ন নিয়ে সময় চলে যায় ওপারে
প্রদীপ নিভে থমকে যায় জীবন!কি নির্মম আহারে!!
আমরা অসহায় প্রভু ক্ষমা করো তুমি সবাইরে ||

তবুও সন্ধ্যা হয় আমাদের শহরে
আমরা মানুষ, সবার কষ্টে সবসময় এগিয়ে
খোদার রহম আসবে আমাদের মাঝে অচিরেই
এমন সন্ধ্যা আর না আসুক আমাদের এই শহরে ||