বহু মানুষের জীবন ঠিক সন্ধ্যে বেলায় থমকে দাঁড়িয়ে যায়,
যেমন করে দাঁড়িয়ে যায় হঠাৎ প্রাণ চলে যাওয়া নিথর দেহের হৃদপিণ্ড!!

এই সন্ধ্যের হাওয়া আমার লেগেছে বুকে
তীর হয়ে বেঁধেছে প্রতিক্ষণে ধুঁকে ধুঁকে ||
আহা নির্মম!  একি নির্মম! একি নির্মম!!

সদা কঠিন নিষ্ঠুরতা হাতছানি দেয় আমাকে
মানতে চাইনা মন তবুও মেনে নিই সত্যকে
বাঁচতে চাই বাঁচতে চাই এই সন্ধ্যে বেলার ধরায়
এতো বিজ্ঞান নয় চাইলেই জিতে যাবে যুক্তির খেলায়||

জীবন নিছকই কাকতালীয়, যায় থেমে হঠাৎ
শূন্য হাতে ফিরতেই হবে, রেখে দিয়ে সবার সাথ ||