বৈষম্যের ঠাঁই নাই
মুহাম্মদ মিরাজ উদ্দিন
জন্মেছি বাংলায় যেখানে বৈষম্যের ঠাঁই নাই
বাঘের গর্জনে অরণ্য হয় শূন্য
আমরা বহন করে চলি এই প্রতীকী যা বিশ্বে অনন্য
ভুলিওনা কভু ছাত্র-আন্দোলনের সুর
সূর্য সন্তানেরা দিবে না টিকতে, নেই কো তাহা বহুদূর!!
বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ঠাঁই নাই
আদর্শ বহন করে চলি, করিতে দিবো নাহি বৈষম্য এই বাংলায়
হোক না রক্তপাত যাক না জীবন
আঠারোর গর্জন অন্যায়-অবিচারে রয়ে যাবে আমরণ
ভুলিনি আমরা এই আঠারোর সংগ্রামই জীবন ||
ভুলিওনা কভু বাবু ঠাঁই নাই ঠাঁই
জন্মেছি বাংলায় যেখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই ||