"স্বৈরতন্ত্রের ফাঁদ"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


রাজার রাজ্যে রাজার নীতি
এটাই কি রাজনীতি???
মানতে বাধ্য ধরা নীতি
যে-ই আসুক রাজ্যে যথারীতি ||

নয়তো যাবে তোমার কল্লা
প্রজা তুমি সেজে থাকো মোল্লা,
অন্যায়, অবিচারে থাকো চুপ
রাজার রাজ্যে থাকতে হলে এটাই সর্বোত্তম রুপ ||

গণতন্ত্র কিম্বা সমাজতন্ত্র একটা লুপ
সাজিয়ে রেখে পুতুল স্বৈরতন্ত্র বড়ই চুপ,
প্রজা মানববন্ধন করে চাই গণতন্ত্রের স্বাদ
স্বৈরতন্ত্র ব্যতিরেকে বাকি নেতৃত্বই একটা বড় ফাঁদ ||

নীতির খেলা বোঝা বড় দায়
প্রজা বুঝে না, সব বিষয়ে শুধু চিল্লায়
বহু প্রজা বনে যায় রাজনীতির পণ্ডিত
আহা বুঝে না সেই ও রাজার নীতি
বুঝতো যদি করতো নিজেকে দ্বিখণ্ডিত ||