মুক্তির গান
মুহাম্মদ মিরাজ উদ্দিন
আমি ক্লান্ত পথিক, পথে দেখেছি মৃত্যুর মিছিল
প্রতিশোধে রক্ত টগবগে, কাপুরুষেরা ভন্ডদের সামিল
অন্যায়ে থেকো না থেমে ভাই , উঠো গর্জে আবার
প্রতিবাদে আসুক আরেকবার বাংলাদেশে আঠারোর জোয়ার ||
পূর্ব পুরুষের মুখে শুনিয়াছি হরদম
বায়ান্ন, উনসত্তর, একাত্তরে ছাত্রদের কঠিন দম
চুয়ান্ন বছর পরেও আমরা বহন করি এই সম ||
আমার শহীদ ভাইদের রক্তের মূল্যে চাই আবার
আজ চব্বিশে মুক্তি মিলুক এই নীড়ের সবার ||