"মেঘের বন্ধু আকাশ"
মুহাম্মদ মিরাজ উদ্দিন
আকাশ থমথমে, মনে ভীষণ অভিমান
চিঠি লিখে পাঠায় না কেউ, এত বড় অপমান!!
বেনামি চিঠি এসেছিলো একখান
তা পাঠে আকাশের মন হলো খানখান,
চিঠি ত নয় সেটা ছিলো মেঘের অভিমান ||
মেঘের সাথে খুনসুটি সূর্য করেছে আড়ি
কঠিন ক্ষোভে তাপ ছড়াচ্ছে জ্বলছে মেঘের বাড়ি
কালো মেঘ উড়ছে দেখো আকাশ দিচ্ছে পাড়ি ||
ছিল কত না বলা শখের কথা মেঘের বুকে
সূর্যির আড়িতে ভেস্তে গেলো সব ধুঁকে ধুঁকে ||
চিঠি ভরা ছিলো মেঘের কষ্টের আত্ম কথন
তাইতো বন্ধু আকাশ আজ থমথমে,মনে ভীষণ অভিমান ||