"স্বৈরাচার চক্র"
মুহাম্মদ মিরাজ উদ্দিন

বাংলার ঘরে ঘরে উন্মত্ত জনতা লেগেছে দেখো
ভয় নাই আর বাপু, স্বাধীন ভাবে বাঁচতে থাকো
দম নাও বুক ভরে, দমিয়ে রাখতে স্বৈরাচার
বাঙালি বীরের জাতি, তাইতো স্বৈরাচার পালিয়েছে এবার ||

সজাগ থাকো তুমি স্বৈরাচার বীজ বুনে আড়ালে
তুমি উপড়ে ফেলো বীজ, স্বৈরাচারের অন্তরালে
মহাজনের কথায় আমাদের আছে ভক্তি
মিষ্টি কথায় ভুলনা তুমি বাঙালির চুক্তি ||

রাঘবরা ফিরে আসে বারবার এই বাংলায়
অন্যরূপে,যারা কোণায় কোণায় শোষক হয়ে থেকে যায়
আমি চিনি এই শকুনদের,যারা আমার বাংলা গিলে খায় ||

ঘটে যাক তখন তীব্র মহাপ্রলয়,
যদি শাসকের মনে থাকে শোষণের বলয় ||