সময়ের খেলা
মুহাম্মদ মিরাজ উদ্দিন


আফিমের ঘোরে পৃথিবী ঘুরে
মানুষের মরণে ঘুরে জীবন
বেলা শেষে শিশুরা ফিরে মাতৃকূলে
ফুরালে সময় জীবন ও যায় যে চলে ||

পূর্ব বেলায় মানব করো যদি হেলা
পোহাতে হবে আখিরাতে কঠিন কুদরতের খেলা
দেখিয়াও দেখো না তুমি করো অবহেলা
ক্ষমতার বলে দিশেহারা তুমি আজই শেষবেলা ||

নেশার ঘোরে পৃথিবী ঘুরে, কেটে গেলে জীবন কুঁড়ে  
ক্ষমতা পেলে আকাশে চড়ে, হারালে জীবন তুড়ে ||